Skip to main content

About Super Cyclones





     ২০০৪ সালে গুজরাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'অনিল' সেই থেকেই নামকরণ হয়া শুরু ৷ ১৬ বছর পর নামের প্রথম তালিকা শেষ হল উম্পুনের হাত ধরেই ৷ আগে নাম রাখার দায়িত্বে ছিল ৮ টি দেশ রাখা হয়েছিল ৬৪ টি নাম ৷এবার তালিকা লম্বা, ১৩ টি দেশ মিলে ১৬৯ টি ৷সাগরের জঠরে জন্ম হলেই সেই নামে দুনিয়া চিনবে ৷বঙ্গোপসাগর ও আরবসাগর লাগোয়া যে দেশগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তেমন ১৩ টি দেশ নাম রাখার দায়িত্বে ৷ব্যবহারের মূল দায়িত্বে Regional Specialized Meteorological Centre for Tropical Cyclones over North Indian Oceans (New Delhi), এককথায় ভারত ৷ এতদিন ছিল ৮ টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ৷ নতুন তালিকায় যোগ হয়েছে ইরান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন৷


     

   নামকরণের এই চল উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এসেছে অনেক পরে, এই প্রবনতা প্রথম দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে ৷ ১৯৫৩ সালে শুরু হয় হারিকেনের নাম দেওয়া; শুরুতে বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নাম হত মেয়েদের নামে পরে আবার ছেলেদের নামের চল দেখা যায় ৷ গোটা বিশ্বেই যে দেশগুলিতে ঝড়ের প্রভাব পড়ে , নামকরণ তারাই করে ৷ যেমন, দক্ষিণ-চীন সাগরে সৃষ্ট টাইফুনের নাম ঠিক করে তার পার্শ্ববর্তী দেশ তেমনি আমেরিকা ও তার পড়শি দেশ মিলে ঠিক করে আটলান্টিকের হারিকেনের নাম ৷

    ৬৪ টি নাম শেষ হতে সময় লাগল ১৬ বছর ,যার ১৫ টি কাজে লেগেছে ২০১৮ ও ২০১৯ সালে ৷ নতুন তালিকা ঠিক করতে ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ওমানে বৈঠকে বসে ১৩ টি দেশ ৷

তবে হুদহুদ, তিতলির মতো নাম নিয়ে বিতর্ক হয়েছে ৷ নামে পাখি বা প্রজাপতি কেন ,তা নিয়ে প্রশ্ন ওঠে ৷




●পরবর্তী ১৩ টি ঘূর্ণিঝড়ের নাম :-

নির্সগ (বাংলাদেশ) , গতি (ভারত ), নিভার  (ইরান ), বুরেভি (মালদ্বীপ ), তাউতে  (মায়ানমার ), ইয়াস (ওমান ) , গুলাব (পাকিস্তান ), শাহিন (কাতার) , জোয়াদ  (সৌদি আরব ) , অশনি (শ্রীলঙ্কা), সিত্রাং (থাইল্যান্ড) , মন্দুস (সংযুক্ত আরব আমিরশাহী ) , মোখা (ইয়েমেন)

   

● ভারতের দেওয়া ১৩ টি নাম :-

গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভাঞ্জন, ঘূর্ণি, অম্বুদ , জলধি, ভেগা



■বিগত কয়েক বছরের কয়েকটি বিধংস্বী ঘূর্ণিঝড়ের তথ্য  :-




১|  ---  এপ্রিল, ১৯৯১ (বাংলাদেশ ) ২৩৫ কিমি /ঘন্টা 

২| ---  মে, ১৯৯৪ (বাংলাদেশ-মায়ানমার) ২১৩ কিমি /ঘন্টা 

৩|পারাদ্বীপ   অক্টোম্বর , ১৯৯৯ (ওড়িশা)  ২৬০কিমি/ঘন্টা 

৪| সিডার    নভেম্বর, ২০০৭ (বাংলাদেশ)  ২১৩ কিমি/ঘন্টা 

৫| আয়লা     ২৫ মে ,২০০৯ (পশ্চিমবঙ্গ)  ১১২ কিমি /ঘন্টা 

৬| গিরি   অক্টোম্বর , ২০১০  (মায়ানমার)  ১৯৪ কিমি /ঘন্টা 

৭| পিলিন   অক্টোম্বর , ২০১৩ (ওড়িশা)  ২১৩ কিমি / ঘন্টা 

৮| হুদহুদ  অক্টোম্বর , ২০১৪ (অন্ধ্রপ্রদেশ)
১৮৫ কিমি/ঘন্টা 

৯| ফনী  মে, ২০১৯ (ওড়িশা ) ২০৫ কিমি/ঘন্টা 

১০| বুলবুল  ৯ নভেম্বর,  ২০১৯ (বাংলা-ওড়িশা )  ১৩০ কিমি /ঘন্টা 

১১| উম্পুন  ২০ মে, ২০২০ (বাংলা )  ১৩০-১৮০ কিমি /ঘন্টা 









































Source : Print Media 






Comments

Post a Comment

Popular posts from this blog

সংখ্যারূপেণ

  ষো ড়শো পচারে দুর্গাপুজো সারতে যে সামগ্রীগুলো ব্যবহার করা হয় , তার কোনোটারই ভিত্তিহীনভাবে পূজোয় অন্তর্ভুক্ত হয়নি , পঞ্চশস্য থেকে দশমৃতিকা-যা কিছু ব্যবহার করা হয় দুর্গাপূজায় ,তার মধ্যে সামাজিক অবস্থা ও বিজ্ঞান মানসিকতা এবং পুজোয় সবার অংশগ্রহণের ছাপ পাওয়া যায় বলে দাবি করেছেন পুরান বিশারদরা । Nepal Bhattacharya Street Pic Courtesy DEV Photography   দুর্গাপুজো আদতে ' শাকম্ভরী ' মূর্তিকল্পনার আড়ালে নবপত্রিকার পুজো । কৃষিভিত্তিক সমাজ গঠনের পর্বে শস্যদায়িনী পৃথিবীমাতার আরাধনাই প্রকৃতপক্ষে নবপত্রিকার পুজো । বাংলার দুর্গাপুজোয় এই ' নবপত্রিকা '-কে ' কলা বৌ' রূপে পূজা করা হয়। পুরাণসূত্র অনুসারে দেবীর ৯টি রূপ এবং সেগুলির প্রতিক হিসাবে ৯টি বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় ' নবপত্রিকা ' । এতে লাগে- কলাগাছ ,কালোকচু, মানকচু, হলুদ, জয়ন্তী,বেল, ডালিম, অশোক ও ধান ।এগুলি শ্বেত অপরাজিতার লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় ' নবপত্রিকা '।এই বিভিন্ন গাছ বিভিন্ন দেবদেবীর প্রতীক । যেমন- কলাগাছ ব্রাহ্মণীর প্রতীক কালোকচু  কালিকার   প্রতীক  ম...

Mohun Bagan Athletic Club

MohunBagan Atletic Club Logo Estd - 15 August , 1889 Short Name - MB Nicknames - The Marines, Bagan, The National Club of India , Sabooj Maroon Brigade Founder - Bhupendra Nath Base Home Ground - SaltLake Stadium (68,000) , Mohun Bagan Ground(22,000), Barasat Stadium (22,000) , Rabindra Sarabor (13,000) ■ ■ Statistics ■ ■ ○○  FOOTBALL ○○ • NFL - 1997-98 , 1999-2000 , 2001-02 ● I League - 2015, 2019-20 • Fed Cup -1978,80,81,82,86,87, 1992,93,94,98,2001,06,08,2016 • Super Cup - 2006-07 ,2008-09 ● IFA Shield - 1911,47,48,52,54,56,60,62,67,69,76,77,78,79,81,82,87,89,1998,1999,2003 ● DURAND CUP - 1953, 59, 60, 63, 64, 65, 74, 77, 79, 80, 82, 84, 85, 86, 1994, 2000 • ROVERS CUP - 1955, 66, 68, 70, 71, 72, 76, 77, 81, 85, 88, 1991, 92, 2000-01 ● CFL - 1939,43, 44, 51, 54, 55, 56, 59, 60, 62, 63, 64, 65, 69, 76, 78, 79,83 , 84, 86, 90, 92, 94, 1997, 2001, 05, 07, 08, 09, 2018 • Airlines Gold Cup - 1...

শুভ জন্মদিন DISCO DANCER

মিঠুন চক্রবর্তী (জন্ম : ১৬ই জুন,১৯৫০) একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। শৈশবে 'গৌরাঙ্গ চক্রবর্তী' নামে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি 'সেরা অভিনেতা' হিসেবে ভারতের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করেন। বর্তমানে তিনি পরশ টিভি'র প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, উল্লেখযোগ্যসংখ্যক বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্ত্বাধিকারী, যা অতিথি সেবায় নিয়োজিত রয়েছে। বর্তমান দাম্পত্য সঙ্গী: যোগিতা বালি (১৯৭৯ - বর্তমান) সন্তান: মহাক্ষয় চক্রবর্তী রিমোহ চক্রবর্তী নমাসী চক্রবর্তী দিশানি চক্রবর্তী শৈশবকাল ও শিক্ষাজীবন: মিঠুন চক্রবর্তী বাংলাদেশের বরিশাল জেলা বাকেরগঞ্জে বাঙ্গালী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 'অরিয়েন্টাল সেমিনারী'তে শিক্ষাজীবন শুরু করেন মিঠুন। পরবর্তীতে কলকাতার স্কটি...