২০০৪ সালে গুজরাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'অনিল' সেই থেকেই নামকরণ হয়া শুরু ৷ ১৬ বছর পর নামের প্রথম তালিকা শেষ হল উম্পুনের হাত ধরেই ৷ আগে নাম রাখার দায়িত্বে ছিল ৮ টি দেশ রাখা হয়েছিল ৬৪ টি নাম ৷এবার তালিকা লম্বা, ১৩ টি দেশ মিলে ১৬৯ টি ৷সাগরের জঠরে জন্ম হলেই সেই নামে দুনিয়া চিনবে ৷বঙ্গোপসাগর ও আরবসাগর লাগোয়া যে দেশগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তেমন ১৩ টি দেশ নাম রাখার দায়িত্বে ৷ব্যবহারের মূল দায়িত্বে Regional Specialized Meteorological Centre for Tropical Cyclones over North Indian Oceans (New Delhi), এককথায় ভারত ৷ এতদিন ছিল ৮ টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ৷ নতুন তালিকায় যোগ হয়েছে ইরান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন৷
নামকরণের এই চল উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এসেছে অনেক পরে, এই প্রবনতা প্রথম দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে ৷ ১৯৫৩ সালে শুরু হয় হারিকেনের নাম দেওয়া; শুরুতে বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নাম হত মেয়েদের নামে পরে আবার ছেলেদের নামের চল দেখা যায় ৷ গোটা বিশ্বেই যে দেশগুলিতে ঝড়ের প্রভাব পড়ে , নামকরণ তারাই করে ৷ যেমন, দক্ষিণ-চীন সাগরে সৃষ্ট টাইফুনের নাম ঠিক করে তার পার্শ্ববর্তী দেশ তেমনি আমেরিকা ও তার পড়শি দেশ মিলে ঠিক করে আটলান্টিকের হারিকেনের নাম ৷
৬৪ টি নাম শেষ হতে সময় লাগল ১৬ বছর ,যার ১৫ টি কাজে লেগেছে ২০১৮ ও ২০১৯ সালে ৷ নতুন তালিকা ঠিক করতে ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে ওমানে বৈঠকে বসে ১৩ টি দেশ ৷
তবে হুদহুদ, তিতলির মতো নাম নিয়ে বিতর্ক হয়েছে ৷ নামে পাখি বা প্রজাপতি কেন ,তা নিয়ে প্রশ্ন ওঠে ৷
●পরবর্তী ১৩ টি ঘূর্ণিঝড়ের নাম :-
নির্সগ (বাংলাদেশ) , গতি (ভারত ), নিভার (ইরান ), বুরেভি (মালদ্বীপ ), তাউতে (মায়ানমার ), ইয়াস (ওমান ) , গুলাব (পাকিস্তান ), শাহিন (কাতার) , জোয়াদ (সৌদি আরব ) , অশনি (শ্রীলঙ্কা), সিত্রাং (থাইল্যান্ড) , মন্দুস (সংযুক্ত আরব আমিরশাহী ) , মোখা (ইয়েমেন)
● ভারতের দেওয়া ১৩ টি নাম :-
গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভাঞ্জন, ঘূর্ণি, অম্বুদ , জলধি, ভেগা
■বিগত কয়েক বছরের কয়েকটি বিধংস্বী ঘূর্ণিঝড়ের তথ্য :-
১| --- এপ্রিল, ১৯৯১ (বাংলাদেশ ) ২৩৫ কিমি /ঘন্টা
২| --- মে, ১৯৯৪ (বাংলাদেশ-মায়ানমার) ২১৩ কিমি /ঘন্টা
৩|পারাদ্বীপ অক্টোম্বর , ১৯৯৯ (ওড়িশা) ২৬০কিমি/ঘন্টা
৪| সিডার নভেম্বর, ২০০৭ (বাংলাদেশ) ২১৩ কিমি/ঘন্টা
৫| আয়লা ২৫ মে ,২০০৯ (পশ্চিমবঙ্গ) ১১২ কিমি /ঘন্টা
৬| গিরি অক্টোম্বর , ২০১০ (মায়ানমার) ১৯৪ কিমি /ঘন্টা
৭| পিলিন অক্টোম্বর , ২০১৩ (ওড়িশা) ২১৩ কিমি / ঘন্টা
৮| হুদহুদ অক্টোম্বর , ২০১৪ (অন্ধ্রপ্রদেশ)
১৮৫ কিমি/ঘন্টা
৯| ফনী মে, ২০১৯ (ওড়িশা ) ২০৫ কিমি/ঘন্টা
১০| বুলবুল ৯ নভেম্বর, ২০১৯ (বাংলা-ওড়িশা ) ১৩০ কিমি /ঘন্টা
১১| উম্পুন ২০ মে, ২০২০ (বাংলা ) ১৩০-১৮০ কিমি /ঘন্টা
Valo laglo jante pera
ReplyDeleteধন্যবাদ পারলে অন্যদের সাথে শেয়ার করুন
DeleteGood to know the facts about this topic
ReplyDeleteThanks
Delete