Lionel Andrés Messi Cuccittini
জন্ম: ২৪ জুন ১৯৮৭ (বয়স ৩৩)
জন্ম স্থান: রোজারিও, সান্তা ফে, আর্জেন্টিনা
উচ্চতা : ১.৬৯ মি (৫ ফু ৬ ১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড
বর্তমান ক্লাব বার্সেলোনা
জার্সি নম্বর ১০
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহর এ জন্মগ্রহণ করেন আধুনিক ফুটবল এর রাজপুত্র লিওনেল আন্দ্রেস মেসি। তাঁর ফুটবল এর হাতেখড়ি স্থানীয় ক্লাব গ্রান্ডলি র হয়ে,সেখান থেকে নিউ ওয়েলস ওল্ড বয়েজ এ যোগদান করেন। এই ছোট্ট বয়সেই বিশেষজ্ঞদের স্তম্ভিত করেন।তারপর হঠাৎ জীবনের ছন্দপতন।১১বছর বয়সে তাঁর ধরা পরে গ্রোথ হরমোন এর সমস্যা। প্রশ্ন উঠে যায় এখানেই কি শেষ??
.
.
.
.
না,তিনি যে হারতে শেখেননি।
তৎকালীন বার্সা ক্রীড়া পরিচালক কার্লোস রেকস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তাকে
বার্সেলোনা তে আসার অনুরোধ জানান।তিনি আরও বলেন মেসির চিকিৎসার যাবতীয় খরচা বার্সেলোনা বহন করবে।
.
.
এরপরই ছোট্ট মেসি বাবার সাথে আর্জেন্টিনা ছেড়ে স্পেন এর পথে পাড়ি জমান।স্পেন এ এসে যোগদান
করেন বার্সালোনার যুব একাডেমি লা মাসিয়া তে।এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি।
.
.
.
.
দেশ ও ক্লাবের হয়ে গড়েছেন একের পর এক নজির।দেশকে জিতিয়েছেন অলিম্পিক এর স্বর্ণ পদক, U-21 World Cup,দেশ কে নিয়ে গেছেন ফুটবল বিশ্বকাপ এর ফাইনালে।
.
.
.
.
তাঁর ব্যক্তিগত সাফল্যও কম কিছু নাহ।জিতেছেন বিশ্বকাপ এর সোনার বল,জিতেছেন Ballon d'Or ,জিতেছেন Golden Boot.
.
.
.
.
সব দিয়ে বড় তাঁর বাঁ পায়ের যাদুতে জিতেছেন অগুনতি সমর্থকদের হৃদয়।মাঠের সবুজ ঘাসে ছড়িয়েছেন রামধনু।কখনো বিপক্ষের ডিফেন্সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করেছেন বিশ্বমানের গোল,কখনো সতীর্থদের জন্য বাড়িয়েছেন গোল এর অনবদ্য পাস।
.
.
.
.
যখনি তাঁকে সমালোচনার তীরে বিদ্ধ করা হয়েছে, তিনি মাঠে তার জবাব দিয়েছেন, আর দেবেন ও।
.
.
মাঠের বাইরেও তিনি দেখিয়েছেন তার মানবিক মুখ।যুদ্ধবিধ্বস্ত দেশের শিশুদের শিক্ষার জন্য তিনি বাড়িয়ে দিয়েছেনসাহায্যের হাত।এছাড়াও অনেক ক্ষেত্রেই তিনি তাঁর মানবিক রূপ দেখিয়েছেন।
.
.
.
.
বরাবরই ব্যক্তিগত সাফল্য এর দিয়ে গুরুত্ব দিয়েছেন দল এর পারফরম্যান্স কে।জয়ের মুকুট যেমন সতীর্থদের মাথায় পড়িয়েছেন, তেমনই হার এর দায় নিজে মাথা পেতে নিয়েছেন।
.
.
.
.
মাত্র ২১ বছর বয়সেই মেসি Ballon d'Or এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার দু’টির জন্য মনোনীত হন। পরের বছর তিনি প্রথমবারের মত Ballon d'Or এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। ২০১০ খ্রিস্টাব্দ থেকে Ballon d'Or এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার দুটিকে এক করে নাম দেওয়া হয় FIFA Ballon d'Or । উদ্বোধনী বছরেই এই পুরস্কার জিতেন তিনি। এরপর ২০১১ এবং ২০১২ সালের পুরস্কারও জিতেন তিনি। ২০১১–১২ মৌসুমে তিনি ইউরোপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। ২৪ বছর বয়সেই তিনি সব ধরণের অফিসিয়াল প্রতিযোগিতায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। ২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ক্লাব ও জাতীয় দল - উভয় মিলিয়ে তিনি তার ক্যারিয়ারের ৪০০তম অফিসিয়াল গোল করেন। একই বছরের নভেম্বরে তিনি লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন।২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০ তম গোলের মাইলফলক স্পর্শ করেন।
আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রার্থনা করি।
একটা গল্প, সেই গল্পের মহানায়ক।
একটা শিল্প, সেই শিল্পের মহাশিল্পী।
একটা রাজ্য,সেই রাজ্যের মহারাজা।
একটা যুদ্ধ,সেই যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা।
একটা সিনেমা, সেই সিনেমার মহানায়ক।
একটা মহাকাশ,সেই মহাকাশের উজ্জল নক্ষত্র।
একটা সাগর, সেই সাগরের উত্তাল ঢেউ।
সেই একজন মেসি, সারাজীবনের ভালোবাসা।
"For the world of football, Messi is a treasure because he is a role model for children around the world. Messi will be the player to win the most Ballons d’Or in history. He will win five, six, seven. He is incomparable. He’s in a different league." - Johan Cruyff
10 La Liga
4 UEFA Champions League
6 Copa del Rey
3 FIFA Club World Cup
3 UEFA Super Cup
8 Supercopa de España
1 FIFA U-20 World Cup
1 Olympic Gold Medal
6 Ballon d'Or
6 European Golden Shoe
6 La Liga Best Player
6 Pichichi Trophy
1 FIFA World Cup Golden Ball
4 IFFHS World's Best Playmaker
11 Argentine Footballer of the Year
1 Copa América Golden Ball
1 Laureus World Sportsman of the Year
2 UEFA Men's Player of the Year Award
2 FIFA Club World Cup Golden Ball
1 FIFA World Cup Dream Team
13 FIFA FIFPro World11
11 UEFA Team of the Year
4 Copa América Dream Team
UEFA Ultimate Team of the Year
World Soccer Greatest XI of All Time
AFA Team of All Time
FC Barcelona all-time top goalscorer
FC Barcelona all-time to assist provider
Argentina all-time top goalscorer
Argentina all-time to assist provider
Most Ballon d'Or
Most European Golden Shoe
Comments
Post a Comment