Skip to main content

The Unknown City : Howrah




An old picture of Howrah Bridge
Courtesy : পুরানো কলকাতার চালচিত্র - Old Calcutta



City of Joy,Kolkata was established  with three villages Gobindpur Sutanuti & Kolkata more than 300 years ago ; but Howrah City was more than 500 years old,was established with Shibpur Salkia Batore Ichapur Villages.

The Howrah city called "Sheffield of India". Howrah is the second largest city after Kolkata. It has thousands of years of rich heritage in the form of the great Bengali kingdom of Bhurshut.

Factories :

First manufacturing plant of India was established in 1820 at Howrah Bauria.
Keshab Chandra Majhi founded the primary welding factory at Howrah in 1857.

Roads :

The first paved road was built in 1779 at Howrah Bally from Salkia along the Ganges.


Courtesy : পুরানো কলকাতার চালচিত্র - Old Calcutta


Sports :

The sports of Howrah city is incredibly ancient. In 1877 the primary contact sport was started in Howrah.
The first cricket game was started in 1918.
The Volleyball Association of Howrah was established in 1937.


Cultivation :

In the Howrah city area, once there was lots of soil but at the moment, all the quantity of places of Howrah is extremely densely populated.

Areas near Santragachi Railway which was very famous for Arum/ওল cultivation.

Trade and Commerce :

At once time Calcutta was connected with Howrah only by boat.

A wooden bridge over the Ganges was in-built 1857, gradually reducing the gap between Calcutta and Howrah.


Courtesy : পুরানো কলকাতার চালচিত্র - Old Calcutta


Train Service :

In 1854, the primary train service from Howrah to Hooghly was started.

In 1887 The B.N.Railway station was established, later renamed as
South Eastern Railway in 1955.
In the year 1969, first Electric Train Service was started by South Eastern Railway.

In 1898 Amta Martin Train service was started from Howrah Station, service was extended to Hoogly Chapadanga within the year 1938.


Martin Train headings towards Amta
Courtesy: Howrah-r itibritya (হাওড়া ইতিবৃত্ত)


Tram Service :

The Calcutta Tram Line was established in 1905, then the primary tram started running on Roads of Howrah in 1943.

The first tram runs from Howrah station to Shibpur Tram Dipo.


Janmashtami Mela :

At Dasnagar Janmashtami Mela was very famous not only in Howrah but also in State. The Fair was founded within the year 1958 by Alamohan Das.

Steamer Service :

The first Steamer service was started from Howrah within the year 1907. The primary movement started from Telkal Ghat to Khidirpur, Ramkrishnapur to Khidirpur, Shalimar to Khidirpur.






Sources: Encyclopedia about History of Howrah


THANK YOU

© copyright 2020 – All rights reserved






Comments

Popular posts from this blog

সংখ্যারূপেণ

  ষো ড়শো পচারে দুর্গাপুজো সারতে যে সামগ্রীগুলো ব্যবহার করা হয় , তার কোনোটারই ভিত্তিহীনভাবে পূজোয় অন্তর্ভুক্ত হয়নি , পঞ্চশস্য থেকে দশমৃতিকা-যা কিছু ব্যবহার করা হয় দুর্গাপূজায় ,তার মধ্যে সামাজিক অবস্থা ও বিজ্ঞান মানসিকতা এবং পুজোয় সবার অংশগ্রহণের ছাপ পাওয়া যায় বলে দাবি করেছেন পুরান বিশারদরা । Nepal Bhattacharya Street Pic Courtesy DEV Photography   দুর্গাপুজো আদতে ' শাকম্ভরী ' মূর্তিকল্পনার আড়ালে নবপত্রিকার পুজো । কৃষিভিত্তিক সমাজ গঠনের পর্বে শস্যদায়িনী পৃথিবীমাতার আরাধনাই প্রকৃতপক্ষে নবপত্রিকার পুজো । বাংলার দুর্গাপুজোয় এই ' নবপত্রিকা '-কে ' কলা বৌ' রূপে পূজা করা হয়। পুরাণসূত্র অনুসারে দেবীর ৯টি রূপ এবং সেগুলির প্রতিক হিসাবে ৯টি বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় ' নবপত্রিকা ' । এতে লাগে- কলাগাছ ,কালোকচু, মানকচু, হলুদ, জয়ন্তী,বেল, ডালিম, অশোক ও ধান ।এগুলি শ্বেত অপরাজিতার লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় ' নবপত্রিকা '।এই বিভিন্ন গাছ বিভিন্ন দেবদেবীর প্রতীক । যেমন- কলাগাছ ব্রাহ্মণীর প্রতীক কালোকচু  কালিকার   প্রতীক  ম...

Mohun Bagan Athletic Club

MohunBagan Atletic Club Logo Estd - 15 August , 1889 Short Name - MB Nicknames - The Marines, Bagan, The National Club of India , Sabooj Maroon Brigade Founder - Bhupendra Nath Base Home Ground - SaltLake Stadium (68,000) , Mohun Bagan Ground(22,000), Barasat Stadium (22,000) , Rabindra Sarabor (13,000) ■ ■ Statistics ■ ■ ○○  FOOTBALL ○○ • NFL - 1997-98 , 1999-2000 , 2001-02 ● I League - 2015, 2019-20 • Fed Cup -1978,80,81,82,86,87, 1992,93,94,98,2001,06,08,2016 • Super Cup - 2006-07 ,2008-09 ● IFA Shield - 1911,47,48,52,54,56,60,62,67,69,76,77,78,79,81,82,87,89,1998,1999,2003 ● DURAND CUP - 1953, 59, 60, 63, 64, 65, 74, 77, 79, 80, 82, 84, 85, 86, 1994, 2000 • ROVERS CUP - 1955, 66, 68, 70, 71, 72, 76, 77, 81, 85, 88, 1991, 92, 2000-01 ● CFL - 1939,43, 44, 51, 54, 55, 56, 59, 60, 62, 63, 64, 65, 69, 76, 78, 79,83 , 84, 86, 90, 92, 94, 1997, 2001, 05, 07, 08, 09, 2018 • Airlines Gold Cup - 1...

শুভ জন্মদিন DISCO DANCER

মিঠুন চক্রবর্তী (জন্ম : ১৬ই জুন,১৯৫০) একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। শৈশবে 'গৌরাঙ্গ চক্রবর্তী' নামে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি 'সেরা অভিনেতা' হিসেবে ভারতের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করেন। বর্তমানে তিনি পরশ টিভি'র প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, উল্লেখযোগ্যসংখ্যক বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্ত্বাধিকারী, যা অতিথি সেবায় নিয়োজিত রয়েছে। বর্তমান দাম্পত্য সঙ্গী: যোগিতা বালি (১৯৭৯ - বর্তমান) সন্তান: মহাক্ষয় চক্রবর্তী রিমোহ চক্রবর্তী নমাসী চক্রবর্তী দিশানি চক্রবর্তী শৈশবকাল ও শিক্ষাজীবন: মিঠুন চক্রবর্তী বাংলাদেশের বরিশাল জেলা বাকেরগঞ্জে বাঙ্গালী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 'অরিয়েন্টাল সেমিনারী'তে শিক্ষাজীবন শুরু করেন মিঠুন। পরবর্তীতে কলকাতার স্কটি...